বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে রেল কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় মামলা 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে রেল কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় মামলা 

ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে রেল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
 
হামলার ঘটনায় শুক্রবার রাতে রাজবাড়ী রেলওয়ে ১৫নং কাছারি (ভূসম্পত্তি বিভাগের) মো. বাবু বাদী হয়ে স্বাস্থ্য সহকারী জিয়াউর রহমানকে আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নং ১৪। 

জিয়াউর রহমান স্বাস্থ্য সহকারী হিসেবে আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত আছেন। জিয়াউর রহমানের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেলের জায়গায় বড় ধরনের মডার্ন ডায়গনস্টিক সেন্টার নামের একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। গত বুধবার জিয়াউর রহমানসহ কয়েকজন ব্যবসায়ী রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। 

জানা যায়, বোয়ালমারী রেল স্টেশন হতে শিবপুর রেলগেট পর্যন্ত হাসপাতালের সামনে দিয়ে রেলের কয়েক একর সম্পত্তি দখল করে ঘর তুলে অনেকে ব্যবসা করছেন। কেউ ভাড়া দিয়েছেন। তবে অনেকে লিজ নিয়েছেন। যারা অবৈধ দখলদার আছেন বা ২০২৪-২৫ অর্থবছরে লিজ চুক্তি নবায়ন করেনি, তাদের উচ্ছেদ করার জন্য নোটিশ দেয়া হয়।

এ অবস্থায় গত বৃহস্পতিবার রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুটি বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। স্টেশন ও শিবপুর রেলগেট এলাকায় ৮-১০টি দোকান উচ্ছেদ করার পর রেলওয়ের লোকজনের ওপর চড়াও হয় স্থানীয় লোকজন। এসময় কানুনগো জিয়াউল জিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তখন উচ্ছেদ অভিযান বন্ধ করে রেলেওয়ের লোকজন ফিরে যায়।    

বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী বলেন, জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাকে নিয়োগ করেছিলেন। ৮-১০টি দোকান উচ্ছেদ করার পর উচ্ছেদ অভিযানে বাধা পড়লে অভিযান বন্ধ করে দেয়া হয়। 

ওসি তদন্ত মো. মজিবর রহমান বলেন, রেল কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ